
স্টাফ রিপোর্টার , মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে আল আমিন (৩৮) এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আল আমিন (৩৮) কুড়িগ্রাম জেলার পাচগাছি উপজেলার গাড়িমারা গ্রামের আছর উদ্দিনের ছেলে। সে শ্রীনগর-মাওয়া এলাকায় দিন মজুর হিসেবে বিভিন্ন কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কামারখোলা এলাকায় রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন ওই ব্যক্তি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী একটি ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মাথা বিচ্ছিন্ন হয়ে মারা যান।
শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সালমান রহমান জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে মরদেহটি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।