সারাদেশ

শ্রীনগরে কিশোর অটোচালক রবিউল হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন

স্টাফ রিপোর্টার,মুন্সিগঞ্জ :
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের উত্তর নলটেক, ঝাহানাবাদ এলাকায় কিশোর অটোচালক রবিউল ইসলামকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

২৪ জুন ২০২৫ ,মঙ্গলবার সকাল ১১টায় এলাকাবাসীর আয়োজনে উত্তর নলটেক, তিনহালট বাজারে এই কর্মসূচি হয়। মানববন্ধনে রবিউলের মা, বোন, ভাইসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

 

বক্তারা অভিযোগ করেন,নিরীহ ছেলেটিকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তারা দ্রুত তদন্ত ও দোষীদের ফাঁসির দাবি জানান।

 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজ সেবীরা।

 

উল্লেখ্য, ২১ জুন সন্ধ্যায় উত্তর নলটেক এলাকার মাঠে রবিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Related Articles

Back to top button