Breakingঅপরাধসারাদেশ

শ্রীনগরে কবর খুঁড়ে ২৫টি কঙ্কাল চুরি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জের শ্রীনগরে আবারও একটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি হয়েছে। এই নিয়ে গত ২০ দিনে ৩টি কবরস্থান থেকে ৪ দফায় ২৫ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটলো।

 

২৭ ফেব্রুয়ারী ২০২৫ ,বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলা তন্তর ইউনিয়নের সিংপাড়া কবরস্থানে স্থানীর জনগণ ২৫ টি কবর খোড়া দেখতে পায়। পরে কবরস্থান কমিটির লোকজন সেখানে তল্লাশি চালিয়ে দেখে ঐসব কবর থেকে ৭টি কঙ্কাল চুরি করেছে চোর চক্র। তাদের ধারণা বুধবার রাতের যে কোন সময এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

 

এর আগে গত ২০ ফেব্রুয়ারী রাতে বীরতারা জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে ১২ টি কবর খুঁড়ে ৪টি কঙ্কাল, ১৬ ফেব্রুয়ারি রাতে উপজেলার বেজগাঁও কবরস্থান থেকে ৮ টি কঙ্কাল ও ১৩ ফেব্রুয়ারি রাতে ওই কবরস্থান থেকে ৬ টি কঙ্কাল চুরি হয়। বেজগাও কবরস্থান কমিটির সভাপতি আবুল কালাম কানন জানান কঙ্কাল চুরির ঘটনার পর থেকে ওই কবরস্থানে কঙ্কাল চুরি রোধে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে।

Related Articles

Back to top button