Breakingদুর্ঘটনাসারাদেশ

শ্রীনগরে এক্সপ্রেস ওয়েতে মুরগীর ভ্যানে আগুন; আহত ১০

স্টাফ রিপোর্টার, শ্রীনগর ,মুন্সীগঞ্জ :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কামার খোলা ব্রীজের ঢালে এক মুরগী বাহী পিকাপে আগুন ধরে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে।

 

শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকায় ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপে গিয়ার বক্স অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। এতে পিকআপের ড্রাইভার ও হেলপারের বসার অংশ পুড়ে যায় এবং ৯ শত পোল্ট্রি মুরগি আগুনে ও গাড়ির নিচে চাপা পড়ে প্রায় মারা যায়।

 

ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও পরবর্তীতে ওই স্থানেই দোলা, পূর্বাশা ও চন্দ্রা পরিবহনের তিনটি বাস একে অপরের পেছনে ধাক্কা দেয়। এতে ১০ জন যাত্রী আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এই ঘটনায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে, তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Related Articles

Back to top button