সারাদেশ

শ্রীনগরে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগরে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’।

 

 

রোববার (২১ ডিসেম্বর ২০২৫) বিকেলে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মাঘডাল, চর মাঘডাল, বেপারী বাড়ি ও কাদিরকান্দা এলাকাসহ আশপাশের সড়কে চলমান অসহায় মানুষের মাঝে ১৩০টি কম্বল বিতরণ করা হয়।

 

 

সংগঠনের সভাপতি শেখ হামিদুর রহমান বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন। এ সময় তিনি বলেন, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য।

 

 

তিনি আরও জানান, বন্যা, দুর্যোগ ও রমজানসহ বিভিন্ন সময়ে সংগঠনটি নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Related Articles

Back to top button