Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতি

শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিচার একদিন হবেই ; খাগড়াছড়িতে বিএনপির জনসমাবেশে হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে বিজয় মিছিল ও জনসমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

 

৬ আগস্ট ২০২৫. বুধবার দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চ এলাকায় গিয়ে শেষ হয়। বিজয় মিছিল শেষে মুক্ত মঞ্চে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, আমরা ভুলে যেতে পারি না আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা খালেদা জিয়ার প্রতি যে অন্যায় ও অবিচার করা হয়েছে। তাকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে নির্যাতনের মাধ্যমে দেশছাড়া করা হয়েছে। দেশের হাজার হাজার নেতাকর্মী এখনো নিখোঁজ কিংবা বন্দী। বিজয়ের এই দিনে এসব ভুলে যাওয়ার নয়। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার সারাদেশে খুন, গুম, হত্যা, লুটপাট চালিয়েছে। কোটি কোটি টাকা পাচার করেছে। খাগড়াছড়ির শাপলা চত্বরে যারা ছাত্রদের উপর হামলা চালিয়েছিল, সেই ঘটনাও জাতি ভুলবে না।

সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে ছাত্র বিষয়ক সহ-সম্পাদক শাহেদুল হোসেন সুমন এবং সাবেক জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক জাহিদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এড. আঃ মালেক মিন্টু, মোশাররফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা প্রমুখ ।

 

এ সময় জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল . মহিলাদল , স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্রহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

পুরো কর্মসূচিকে কেন্দ্র করে শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়।

Related Articles

Back to top button