শীতের ঐতিহ্য আর সম্প্রীতির মিলন মেলা: খাগড়াছড়িতে পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে শীতের ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির আবহে উৎসব মুখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে শনিবার (৩১ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই উৎসব আয়োজন করা হয়।
উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার। তিনি বলেন, এ ধরনের আয়োজন লোকজ সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি সমাজে মানবিক বন্ধন ও সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যুব রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের যুব প্রধান মো. আল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলার ১২টি সামাজিক সংগঠন অংশ নেয়। ১২টি স্টলে ভাপা, পাটিসাপটা, চিতই ও দুধ চিতইসহ নানা ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান দুলাল হোসেন, সেক্রেটারি মো. আব্দুল মজিদ সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, তরুণদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।




