খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে দীঘিনালায় জোনে মতবিনিময় সভা

ওসমান গনি দীঘিনালা, খাগড়াছড়ি : 

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় দূর্গা উৎসব উদযাপন উপলক্ষে দীঘিনালা জোনে মতবিনিময় সভার করা হয়েছে।

 

বুধবার(১৭সেপ্টম্বর) সকালে দীঘিনালা জোন সদরের মতবিনিময় সভায় জোন অধিনায়ক লে: কর্নেল মো: ওমর ফারুক পিএসসির সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেয় মেজর মোঃ মেহেদী, দীঘিনলা ৫টি ইউনিয়নের চেয়ারম্যান, মিনা চাকমা, গগন বিকাশ চাকমা, চন্দ্র রঞ্জন চাকমা, চয়ন বিকাশ চাকমা, নলেজ চাকমা জ্ঞান , সাংবাদিক মো: সোহেল রানা ও এম মহাসিন মিয়া, দীঘিনালা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নিমাই চন্দ্র নাথ, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস এর প্রতিনিধিরা।

 

 

আলোচনা সভায় শেষ দীঘিনালা ৯টি পূজা উদযাপন কমিটির সভাপতি হাতে জোনে পক্ষ থেকে প্রীতি উপহার প্রদান করেন জোন অধিনায়ক লে: কর্নেল মো: ওমর ফারুক।

Related Articles

Back to top button