Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজিবি-বিএসএফ এর মধ্যে মিষ্টি বিতরণের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেছেন।

 

১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-র পক্ষ হতে ঘিলাতলী বিওপি কমান্ডার নাঃ সুবেঃ মোঃ নিজাম উদ্দিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১২২ বিএসএফ ব্যাটালিয়ন এর ডাইক-৯ ক্যাম্পের এসআই দীপক এর নিকট এবং কচুছড়ি মুখ বিওপির হাবিলদার মোস্তাফিজুর রহমান বিএসএফ সিকেবাড়ী ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর মোঃ আরিফুল ইসলাম এর নিকট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

 

এ প্রসংগে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি বলেন, সীমান্তে সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব গুলোতে বিজিবি-বিএসএফ একে-অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শারদীয় দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হয়।

Related Articles

Back to top button