শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজিবি-বিএসএফ এর মধ্যে মিষ্টি বিতরণের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেছেন।
১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-র পক্ষ হতে ঘিলাতলী বিওপি কমান্ডার নাঃ সুবেঃ মোঃ নিজাম উদ্দিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১২২ বিএসএফ ব্যাটালিয়ন এর ডাইক-৯ ক্যাম্পের এসআই দীপক এর নিকট এবং কচুছড়ি মুখ বিওপির হাবিলদার মোস্তাফিজুর রহমান বিএসএফ সিকেবাড়ী ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর মোঃ আরিফুল ইসলাম এর নিকট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
এ প্রসংগে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি বলেন, সীমান্তে সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসব গুলোতে বিজিবি-বিএসএফ একে-অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শারদীয় দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হয়।