শান্তি – সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দুঃস্থদের মাঝে অনুদান
স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
জেলার সীমান্ত শহর পানছড়ি উপজেলার লোগাং ৩ বিজিবি জোন কর্তৃক অসহায় দুস্থরে মাঝে অনুদান বিতরণ করা হয়েছে।
বিজিবি-র একটি জনকল্যাণমূলক কর্মসূচীর উদ্যোগে ৩০ অক্টোবর ২০২৪, বুধবার সকালে লোগাং জোন হেড কোর্য়াটারে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি উপস্থিত থেকে এসব অনুদান সামগ্রী অসহায় দুঃস্থদের হাতে তুলে দেন।
এ সময় ৭ জন দুস্থ, গরীব ও অসহায় ৭ পরিবারকে ঢেউটিন , ১টি মাদ্রাসার জন্য ১ বান্ডিল ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ অসহায় ৫ জনকে সেলাই মেশিন, ১ জন অসহায় পরিবারকে সোলার প্যানেল, ৫ জন অসুস্থ রোগীর চিকিৎসার ব্যয় খরচের জন্য নগত অর্থ, বন্যায় ক্ষতিগ্রস্থ ৩টি পরিবার, ১ জন প্রতিবন্ধী, ২ জন গরীব শিক্ষার্থীর ও মোল্লাপাড়া এতিমখানার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি বলেন,পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জন কল্যাণ মূলক কর্মসূচীর উদ্যোগে বিবিধ সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। তবে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।