শান্তি পরিবহনের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিবালা ত্রিপুরা (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।
দিবালা ত্রিপুরা (৪৫ গুইমারার আড়বাড়ি এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী। এ ঘটনায় একই এলাকার শ্যামল বিকাশ ত্রিপুরা (৩১) নামে এক ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার (১২ জুলাই) সকালে মাটিরাঙ্গা জোনের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে পৌঁছলে মাটিরাঙ্গাগামী ১ টি মোটর সাইকেলের সাথে সংঘর্ষে দিবালা ত্রিপুরা (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় বাইক চালক গুরুতর আহত হয়। পরে উভয়কে স্থানীয়রা মাটিরাঙ্গা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যব্যরত ডাক্তার দিবালা ত্রিপুরাকে মৃত ঘোষণা করে ও মোটরসাইকেল চালককে উন্নত চিকিৎসা প্রদান করে।
অপরদিকে, মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক শান্তি পরিবহন ও মোটর সাইকেলকে আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় শান্তি পরিবহনের চালক পলাতক রয়েছেন।
মাটিরাঙ্গা থানার এসআই মোঃ রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও মোটর বাইককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।