শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ

ওসমান গণি, দীঘিনালা (খাগড়াছড়ি) :
জুলাইয়ের আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে বোয়ালখালী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে হলুদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মো. জাহিদ, মো. আশরাফুল, আক্কাস আলী মাস্টার ও তাইজুল ইসলাম। বাস টার্মিনাল মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সমাবেশে সভাপতিত্ব করেন।
বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের অংশ। তারা এ হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে দেশের অভ্যন্তরে যে কোনো আগ্রাসী তৎপরতা ও বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে খুনাখুনির রাজনীতি বন্ধ এবং সকল দালাল ও ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না; তাঁর আদর্শ ও সংগ্রাম ধারণ করেই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ন্যায়বিচার আদায় করা হবে।




