খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

শহীদ বুদ্ধিজীবী দিবস ও কুকিছড়া হত্যাযজ্ঞ দিবসে প্রদীপ প্রজ্বলন

খাগড়াছড়ি :
পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল গণহত্যার বিচার কর” স্লোগানে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ও মুক্তিবাহিনী কর্তৃক ‘কুকিছড়া হত্যাযজ্ঞ’ দিবসে খাগড়াছড়িতে প্রদীপ প্রজ্বলন করেছে প্রদীপ প্রজ্জ্বলন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), খাগড়াছড়ি জেলা শাখা।

 

 

১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদর এলাকায় এই প্রদীপ প্রজ্বলন করা হয়। এতে স্থানীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী ও কুকিছড়া হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

 

অনুষ্ঠানে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা ’৭১ সালের ১৪ ডিসেম্বর রাতের আঁধাারে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, শিক্ষক সহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা এবং একই কায়দায় খাগড়াছড়ির কুকিছড়া এলাকায় পাহাড়িদের ওপর সংঘটিত হত্যাযজ্ঞের বিষয়ে সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেন।

Related Articles

Back to top button