শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদ স্মরণে মিরসরাইয়ে ছাত্র-সমাবেশ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই ,চট্টগ্রাম :
জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদ সহ শহীদদের স্মরণে চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে নিজামপুর সরকারি কলেজ মাঠে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন বলেন, আজকের ছাত্ররাই আগামী দিনের বাংলাদেশ। জুলাই-আগাস্ট গণ অভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ছাত্রদল তথা ছাত্র-জনতা মাঠে নেমে এসে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করে এই জাতীকে মুক্ত করেছেন। সকল স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এই ছাত্র সমাজ। ছাত্রদল কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রমে জড়িত না।
তিনি আগামীতে দেশের ক্রান্তিলগ্নে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বুধবার সকাল ১১ টায় উপজেলার ছোট কমলদহ বাজার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি র্যালী বের করা হয়। র্যালীটি নিজামপুর বিশ্বিবদ্যালয় কলেজ মাঠে এসে শেষ হয়।
কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামুল হক ইমন ও বারৈয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে’র যৌথ সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবুল। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু।
এসময় বক্তব্য রাখেন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুলাহ আল নোমান, সাবেক যুগ্ম-সম্পাদক সালমান হায়দার, বারইয়ারহাট পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম বাদশা, ছাত্রদল নেতা নাঈম সরকার প্রমুখ।
সমাবেশ শেষে নিজামপুর সরকারি কলেজ মাঠে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বৃক্ষ রোপণ করার মাধ্যমে বৃক্ষ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন অতিথিরা।