শশুরবাড়ী বেড়াতে যাওয়া হলো না পরমিলা ত্রিপুরার; সড়কেই মৃত্যু

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি পানছড়ি সড়কে শশুরবাড়ী বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় পরমিলা ত্রিপুরা (৩২) মারা গেছেন।
১০ জুন ২০২৫, মঙ্গলবার দুপুরে তবলছড়ি পানছড়ি সড়কের বিরাশিটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পরমিলা ত্রিপুরা মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকার গুজা ত্রিপুরা স্ত্রী।
পুলিশ ও স্থানীয় মানুষেরা জানান, নিহত পরমিলা ত্রিপুরা আত্মীয় স্বজনের সঙ্গে একটি সিএনজি টেক্সিতে তবলছড়ির ডাক বাংলা এলাকার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে পরমিলা ত্রিপুরার মৃত্যু হয়। এই ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহত অর্জুন ত্রিপুরা (৭০) ও বহেন্দ্র ত্রিপুরা (৭০), মহালছড়ি উপজেলার মাইছছড়ি ইউনিয়নের বাসিন্দা। আহত ব্যক্তিদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনা পরপরই চালক পালিয়ে যায়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, যাঁরা গাড়িতে ছিলেন, তাঁরা সবাই একই পরিবারের। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে । দুর্ঘটনা কবলিত সিএনজি গাড়িটি জব্দ করা হয়েছে।