Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

শংঙ্খ নদের অবৈধভাবে বালি উত্তোলনে জরিমানা

স্টাফ রিপোর্টার , থানচি,বান্দরবান :
জেলার থানচি উপজেলার শংঙ্খ নদের বেশ কয়েকটি পয়েন্টে অবৈধভাবে বালির উত্তোলন করে এক শ্রেনির রাজনৈতিক ছত্রছায়া সিন্ডিকেট তৈরী করে সরকারের অবকাঠামোগত উন্নয়ন মূলক সড়ক, সেতু, কালভার্ট ইত্যাদি বাস্তবায়ন কাজের ব্যবহার করে পরিবেশের উপর আশংঙ্খা জনক ভাবে ক্ষতিগ্রস্ত করে আসছে। এরই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন আমতলী পাড়া অভিযান চালিয়ে সিন্ডিকেটের হোতা উক্যমং মারমাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।

 

শনিবার ৮ মার্চ দুপুরে শংঙ্খ নদের অবৈধপন্থা বালির উত্তোলন করে ট্রাকের ভর্তি বিভিন্ন জায়গা প্রচারে সময় হাতে নাতে দেখতে পেয়ে উত্তোলনকারী উক্যমং মারমা স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা জড়িমানা করে ছেড়ে দেয়া হয়।

 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার সহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

 

Related Articles

Back to top button