লোহাগাড়ায় পাহাড় কাটার দায়ে জরিমানা
চেঙ্গী দর্পন প্রতিবেদক লোহাগাড়া ,চট্টগ্রাম :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে পাহাড় কাটার দায়ে কামরুল ইসলাম (৩৮) নামে এক পাহাড় খেকোকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ( ১ আগস্ট) বিকালে চুনতি ফোর সিজন রেস্টুরেন্টের দক্ষিণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উল্ল্যাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি চুনতির ১নং ওয়ার্ডস্থ সুফিনগর মিরিখিল হাফেজ আহমদের পুত্র।
জানা যায়, চুনতি ইউনিয়নের ফোর সিজন রেস্টুরেন্টের দক্ষিণ পার্শ্বে অবৈধভাবে এক্সকাভেটর দিয়ে পাহাড় কেটে বালি ও মাটি সংগ্রহ করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ওই এলাকায় যান।
অভিযানে পাহাড় কাটার সত্যতা পেয়ে কামরুল ইসলাম নামের এক পাহাড় খেকো ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।