কামাল হোসেন , চেঙ্গী দর্পন প্রতিবেদক,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকার কয়েক হাজার বাড়িতে বুধবার বিকাল থেকে জোয়ারের পানি উঠে পানি বন্দি কয়েক হাজার মানুষ।
বঙ্গোপসাগরের লগুচাপে হঠাৎ মেঘনা থেকে জোয়ারের পানি উঠে উপকূলীয় এলাকার বেশ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার বাড়িতে জনজীবন বিপন্ন হয়ে পড়ছে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, মাঠের ফসল। মারা গিয়েছে লাখ লাখ টাকার পশু পাখি। স্থানীয়রা জানান, গত ৪০ বছরেও এ ভাবে জোয়ারের পানি ব্যাপক এলাকায় ঢুকে পড়েনি । আজ পানি নেমে গেলেও চরম আতংকে রয়েছে উপকূলবাসী ।