রোয়াংছড়িতে সমাজ সেবা অধিদফতরের সেমিনার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রোয়াংছড়ি ,বান্দরবান :
জেলার রোয়াংছড়িতে সমাজসেবা অধিদফতরের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রদত্ত সেবা সমূহ অবহিতকরণ ও বাস্তবায়নে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারী ২০২৪ মঙ্গলবার পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা থুইয়ই চিং মারমা-র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে এমপি প্রতিনিধি নেইতং বুইতিং,বান্দরবান জেলা সমাজ সেবা অফিসের সহকারি পরিচালক উর্বশী দেওয়ান, যুব উন্নয়ন কর্মকর্তা নুপ্রুচিং মারমা, প্রাণী সম্পাদ কর্মকর্তা মো: আসাজ্জামান, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, সহকারি শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, প্রিন্ট ও মিডিয়া সাংবাদিকগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ উপকার ভোগীরা সভায় অংশগ্রহণ করেন।