Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতিসারাদেশ

রোডমার্চে মিরসরাইয়ে বিএনপির পথসভা ;পুলিশি বাধায় মঞ্চ ভেঙ্গে ফেলার অভিযোগ

সংঘাতের শঙ্কা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই , চট্টগ্রাম  :
বিএনপির রোডমার্চ চলাকালীন মিরসরাইয়ে পথসভার জন্য তৈরী করা মঞ্চ পুলিশী বাধায় ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে।

 

৪ অক্টোবর বুধবার দুপুরে মিরসরাই সদরে মঞ্চ নির্মাণের শ্রমিকদের মিরসরাই থানা পুলিশের পক্ষ থেকে নিষেধ করার পর সরঞ্জাম নিয়ে চলে যান তারা। ফলে মঞ্চ ছাড়াই পথসভার প্রস্তুতি নিচ্ছে দলটি।

 

 

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চ মিরসরাইয়ে প্রবেশ করার কথা রয়েছে। মিরসরাই সদরে পথসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বুধবার সকালে মঞ্চ নির্মাণ কার্যক্রম পরিদর্শনে আসেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহŸায়ক গোলাম আকবর খন্দকার সহ দলের জেষ্ঠ্য নেতারা।

 

 

এদিকে রোডমার্চকে ঘিরে উপজেলায় সংঘাতের শঙ্কা করছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী রোডমার্চ ও আগামী শুক্রবার উপজেলার বারইয়াহাটে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কর্মসূচী আওয়ামী লীগের শান্তি সমাবেশকে ঘিরে উত্তপ্ত প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি।

 

 

শান্তি সমাবেশ সফল করতে বুধবার (৪ অক্টোবর) দুপুর থেকে উপজেলার ১৮টি ইউনিটে রোড শো ও সন্ধ্যায় একযোগে বিক্ষোভ মিছিল করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এদিকে এসব কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে দুই দলের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয় জোরারগঞ্জ থানায় বিএনপি সমর্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ পৃথক দুইটি মামলা হয়েছে। যাতে আসামী করা হয়েছে শতাধিক বিএনপি সমর্থিত নেতাকর্মীকে। এতে বিএনপি নেতাকর্মীরা তাদের কেন্দ্র ঘোষিত রোডমার্চ কর্মসূচিতে নির্বিঘ্নে সমবেত হতে পারবে কি না শঙ্কা প্রকাশ করছেন অনেকে।

 

উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি রোডমার্চের পথসভার জন্য মিরসরাই পৌর সদরে নির্ধারিত স্থানে মঞ্চ নির্মাণের কাজ চলছিল। সকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গোলাম আকবর খন্দকার সহ বিএনপি নেতৃবৃন্দ পরিদর্শন করেছেন। তিনি চলে যাওয়ার পর হটাৎ মিরসরাই থানা পুলিশের একটি টিম ওই স্থানে গিয়ে মঞ্চ নির্মাণ করতে নিষেধ করেন এবং কাজে নিয়োজিত শ্রমিকদের চলে যেতে বলেন। এরপর শ্রমিকরা চলে যায়। প্রশাসন থেকে মৌখিক অনুমতি নিয়ে ওই স্থানে পথসভার জন্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু পুলিশের এমন আচরণ দুঃখজনক। মঞ্চ না থাকলেও কেন্দ্রীয় নেতারা মহাসড়কে ভ্রাম্যমান মঞ্চে বক্তব্য রাখবেন বলে জানান তিনি।

 

পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষণ দেয়ার কথা রয়েছে। এছাড়া দলটির সভায় বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকার সহ জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ডেকোরেটার্স এর মালিক বলেন, বিএনপির প্রোগ্রামের জন্য বুধবার সকাল থেকে আমরা কাজ শুরু করি। সকল সরঞ্জাম সেখানে নেওয়া হয়। দুপুরে হটাৎ ওসি সাহেব সহ কয়েকজন এসে কাজ বন্ধ করে চলে যেতে বলেন। এরপর আমরা ওইস্থান থেকে মঞ্চের সরঞ্জাম নিয়ে চলে আসি।

 

পুলিশের বাধার বিষয়টি অস্বীকার করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, বিএনপি যে স্থানে পথসভার জন্য মঞ্চ নির্মাণ করছিলেন সে স্থানটি মহাসড়ক থেকে অনেক নীচু। তাই তারা ইচ্ছা করে নীচু জায়গায় মঞ্চ নির্মাণ করছেনা। তিনি আরো বলেন, তারা মহাসড়কে হয়তো ট্রাকে মঞ্চ বানিয়ে কর্মসূচি পালন করবেন।

Related Articles

Back to top button