চেঙ্গী দর্পন প্রতিবেদক , রুমা, বান্দরবান :
জেলার রুমা কেওক্রাডং সড়কে দুর্গটনায দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত খবর পাওয়া গেছে।
২০ জানুয়ারি ২০ ২৪ শনিবার সকাল সাড়ে ৮টায় কেওক্রাডং থেকে রুমারয় ফিরার পথে আধা মাইল দূরে টার্নিং পয়েন্টে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বাহি চাঁদের গাড়ি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের দুইজনের নাম হচ্ছেন ফিরোজা বেগম (৫৩), বাড়ি- মাগুরা। ঢাকায একটি বিশ্ব বিদ্যালয়ে মাষ্টার পরীক্ষার্থী জয়নব (২৪)।
আহতদের মধ্যে আন্জুমা হক (৩৫), বাড়ি-মাগুরা। কুস্টিয়া থেকে মোসাৎমদ রিজভী (৩৪), রাফাল (১১), মা রুপা (৪৩) তাহামিদা (২৩), তাজনিন (২৪). আন্জুমান হক (৩৫), ইতু (১৬)- পিতা- হাবিবুল ইসলাম, থেকে কুষ্টিয়া। স্বর্না (২৩)। এই পর্যটক দলের একজন হলেন ডাক্তার মাজিলা হক (৩৯তম বিএসএস ক্যাডার)। তিনি জানান বিভিন্ন জায়গা থেকে মিলে ৫৭ জন তিনটি জীপ গাড়ি করে পর্যটন স্পট কেওক্রাডং থেকে ফিরছিলাম, তখন পথে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পিছনে থাকা একজন গাইড ও প্রত্যক্ষ দর্শী সিয়ামথাং বম বলেন আমাদের সামনে গাড়ি ড্রাইভার খুব দ্রুত গতিতে চালাচ্ছিল। গাড়ি চালক পলাতক রয়েছে।
রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় মজুমদার বলে হাসপাতালে পৌঁছার আগে আহতদের মধ্যে দুইজন মারা গেছে। আহত ১০জনকে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রুমা থানা পুলিশ এসআই মিলন বলেন এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হবে।