Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

রুমা প্রেস ক্লাবের সম্মেলন সম্পন্ন

৩য় বারের মতো নির্বাচিত শৈহ্লাচিং সভাপতি চনুমং সম্পাদক,মংহাইথু কোষাধ্যক্ষ

স্টাফ রিপোর্টার,বান্দরবান :
বান্দরবানের রুমা উপজেলা প্রেস ক্লাবের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৭ বছর পর নতুন আঙ্গিকে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন রুপে উদ্মোচন করতে তিন বছর মেয়াদে পুনর্গঠিত এ কমিটিতে সভাপতি পদে ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন- দৈনিক খোলা চোখ ও দৈনিক কালবেলা’র রুমা প্রতিনিধি শৈহ্লাচিং মার্মা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল পাহাড়ের কন্ঠ ‘র রুমা প্রতিনিধি চনুমং মার্মা, কোষাধ্যক্ষ দৈনিক আমার সংবাদ ও দৈনিক সাঙ্গু রুমা প্রতিনিধি মংহাই থুই মার্মা।

 

২৯ আগস্ট দুপুর বারোটায় বান্দরবানের রুমায় মুনলাই পাড়া কিছুক্ষণ রেস্টুরেন্টে কফারেন্স হলে রুমা উপজেলা সাংবাদিকদের সংগঠন প্রেস ক্লাবের সদস্যরা এ সম্মেলন আয়োজন করেন।

 

সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক অবজারভার ও দৈনিক সারাবেলা’র রুমা প্রতিনিধি উবাসিং মার্মা, দৈনিক কালের কন্ঠের রুমা প্রতিনিধি আব্দুল হাকিম, দৈনিক ইত্তেফাক এর রুমা প্রতিনিধি অংবাচিং মার্মা, অনলাইন নিউজ পোর্টাল সিএইচটিবার্তা ডটকম ও দৈনিক নববানী এর রুমা প্রতিনিধি মথি ত্রিপুরা ও শৈলুমং মার্মা।

 

প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের বান্দরবান রিপোর্টার ইউনিটির সভাপতি ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি মংসানু মারমা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি ক্যমুইঅং মার্মা, রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মার্মা, রোয়াংছড়ি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হ্লাছোহ্রী মার্মা প্রমূখ।

Related Articles

Back to top button