Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

রুমা জোন ও রুমা বার্তা পরিবারের মতবিনিময় অনুষ্ঠিত

রুমা,বান্দরবান প্রতিনিধি:
৩৬ বীর রুমা জোন অধিনায়কের সাথে রুমা বার্তা পরিবারের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রুমা বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক নাইন্দিয়া ভান্তে-এর নেতৃত্বে রুমা বার্তা দলের সদস্যরা জোন সদর দপ্তরে উপস্থিত হয়ে জোন অধিনায়ককে ফুলের তোড়া প্রদান করে শুভেচ্ছা জানান।

 

 

সৌজন্য সাক্ষাতে রুমা উপজেলার সামগ্রিক উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীন ভূমিকা, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ন মতবিনিময় করা হয়।

 

 

 

জোন অধিনায়ক রুমা বার্তার দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে রুমা অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

 

সাক্ষাৎকালে নাইন্দিয়া ভান্তে বলেন— “রুমা অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে রুমা বার্তা সবসময় দায়বদ্ধভাবে কাজ করবে। সেনাবাহিনীর সহযোগিতা আমাদের কাজকে আরও গতিশীল করবে।”

 

এ সময় রুমা বার্তা দলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং জোন অধিনায়কের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনা করেন। ভবিষ্যতে রুমা অঞ্চলে জনবান্ধব কার্যক্রম ও উন্নয়নধর্মী সংবাদ প্রচারে উভয় পক্ষ একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Back to top button