Breakingখেলাধুলাপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

রুমায় সেনা জোন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

রুমা, বান্দরবান প্রতিনিধি :
বান্দরবান জেলার রুমা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ বীর ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত “রুমা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল ম্যাচ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

 

২৫ আগস্ট বিকাল ৪টায় রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করের রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় দল ও ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব। শুরু থেকেই উত্তেজনাপূর্ণ ম্যাচে ১৮তম মিনিটে একমাত্র গোলটি করে ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাব,১-০ গোলের ব্যবধানে জয়লাভ করেন ত্রিপুরা উড্ডয়ন স্পোর্টিং ক্লাবের তারা শিরোপা অর্জন করে।

 

খেলার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রুমা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন,পিএসসি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোঃ সোহাগ মিয়া সজিব, ক্যাপ্টেন মোঃ ইফতেখারুল কাসেম চৌধুরী, রুমা থানার অফিসার ইনচার্জ মোঃ সরওয়ার্দী,অগ্রবংশ অনাথ আশ্রমের নির্বাহী পরিচালক উঃ নাইন্দিয়া থেরঃ, রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, সাধারণ সম্পাদক চনুমং মারমা, এবং দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও রুমা বার্তা সম্পাদক অংবাচিং মারমা সহ খেলা উপভোগ করতে শতাধিক ক্রীড়ামোদী দর্শক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সামরিক-বেসামরিকরা উপস্থিত ছিলেন।

 

টুর্নামেন্টটি আয়োজনের মূল উদ্দেশ্য : রুমা অঞ্চলে খেলাধুলার বিকাশ ঘটানো, তরুণ সমাজকে স্বাস্থ্যকর ও গঠনমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করা, এবং সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদার করা।

 

খেলা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী এবং রার্নাস আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

 

এ সময় জোন কমান্ডার বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়,এটি যুবসমাজকে শৃঙ্খলা,নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। ভবিষ্যতেও রুমা সেনা জোনের পক্ষ থেকে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

 

সেনাবাহিনীর এই উদ্যোগ রুমা উপজেলায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

Related Articles

Back to top button