রাষ্ট্রীয় শোকের মাঝেও মানিকছড়িতে অনাড়ম্বর বই উৎসব

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি ,খাগড়াছড়ি :
বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলমান তিন দিনের রাষ্ট্রীয় শোক দিবসের শেষ দিনে, ইংরেজি নববর্ষের প্রথম দিনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অনাড়ম্বরভাবে বই উৎসব পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোরের ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই উপজেলার ৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫টি কিন্ডার গার্টেন, ১২টি মাধ্যমিক বিদ্যালয় এবং বিভিন্ন মাদরাসায় নতুন বই নিতে স্কুলগামী শিশু-কিশোররা অভিভাবকদের সঙ্গে স্কুলে ভিড় জমায়।
দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মিললেও শীতকে তোয়াক্কা না করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর দিলরুবা জাহান।
নতুন বই হাতে পেয়ে বিশেষ করে প্রথমবার স্কুলে আসা শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বই হাতে ক্যামেরাবন্দি হওয়ার পর অনেকেই মা-বাবার কোলে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে, কেউ আবার আনন্দে হাত নেড়ে উল্লাস প্রকাশ করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী বলেন, “প্রাথমিক স্তরের সব বই ইতোমধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ে পৌঁছে গেছে। আশা করছি আগামী এক-দুই দিনের মধ্যেই বাকি প্রতিষ্ঠানগুলোতেও বই দেওয়া সম্পন্ন হবে।




