রামগড় হাসপাতালে কমিউনিটি আই সেন্টার উদ্বোধন
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি :
আধুনিক চক্ষু চিকিৎসায় দেশের ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন আই কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সেন্টারগুলোতে চক্ষু রোগীরা বিনামূল্যে ডিজিটাল ব্যবস্থাপনায় চিকিৎসা ও ঔষধ সহ চশমা পাবেন।
১৬ অক্টোবর ২০২৩ সোমবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেন্টারগুলো এক যোগে উদ্বোধন করেন। এ তালিকায় রয়েছে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
হাসপাতাল সুত্র জানায়, কমিউনিটি ভিশন সেন্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত একটি কক্ষে অবস্থিত চক্ষু বিষয়ক অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সুসজ্জিত। যেখানে দেশে ও বিদেশে চক্ষু বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সরা চক্ষু সেবায় সহায়ক হিসেবে কর্মরত থাকবেন।
চক্ষু বিষয়ে প্রশিক্ষিত সিনিয়র স্টাফ নার্সদের সহায়তায় ইন্টারনেট ও অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার করে নিকটবর্তী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত বেইজ সেন্টারে অবস্থানরত চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে অনলাইনে ভিডিও কনসালটেশনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করা কমিউনিটি ভিশন সেন্টারের উদ্দেশ্য।
বেইজ হাসপাতালের টেলিকনসালটেশন রুমে একাধিক চক্ষু বিশেষজ্ঞ উপস্থিত থেকে কমিউনিটি ভিশন সেন্টারে কর্মরত চক্ষু বিষয়ে সুপ্রশিক্ষিত সিনিয়র স্টাফ নার্সদের পাঠানো মেডিকেল রেকর্ড পর্যালোচনা এবং নার্স ও রোগীর সঙ্গে ভিডিও কনসালটেশনের মাধ্যমে চক্ষু রোগীদের চিকিৎসাসেবা দেবেন।
বেইজ হাসপাতাল থেকে চক্ষু বিশেষজ্ঞ ই-সাইন যুক্ত ব্যবস্থাপত্র কমিউনিটি ভিশন সেন্টারে অনলাইনে পাঠাবেন। বেইজ হাসপাতাল থেকে ব্যবস্থাপত্রের প্রিন্টকপি অনুযায়ী সিনিয়র স্টাফ নার্স রোগীকে বিনামূল্যে ওষুধ ও পাওয়ার চশমা দেবেন।
রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্টারটি উদ্বোধনের লক্ষে গণভবন হতে মাননীয় প্রধানমন্ত্রী একযোগে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। তিনি বলেন, এখন থেকে রামগড় বাসির চক্ষু চিকিৎসায় উল্লেখযোগ্য অবদান রাখবে এ চক্ষু সেন্টার।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীগণ স্বতঃস্ফুর্ত ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।