রামগড় সীমান্তে বিজিবি-র অভিযানে ইয়াবা জব্দ
চেঙ্গী দর্পন প্রতিবেদক,রামগড়,খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়নের পৃথক দুটি অভিযানে সীমান্তে আসা বিপুল পরিমান ইয়াবা ও মদ জব্দ করেছে ।
বুধবার ১৯ অক্টোবর ২০২২ ভোরে রামগড়ের মহামুনি বিওপির হাবিলদার মনিরুজ্জামান এর নেতৃত্বে ফেনী নদীর কুল হতে সীমান্ত পথে রামগড়ে আনার সময় মালিক বিহীন ১২ হাজার ৫৯০ পিছ ইয়াবা জব্দ করে ৪৩ বিজিবির টহল দল। অপর দিকে, কাশিবাড়ী বিওপি‘র একটি টহল দল কাশিবাড়ী বিওপির মন্দির ঘাট এলাকা হতে মালিক বিহীন ৩৬ হাজার টাকা মূল্যের বেশ কিছু বোতল ভারতীয় মদ জব্দ করে ।
জব্দকৃত ইয়াবা ও মদের ব্যাপারে রামগড় থানায় অভিযোগ দায়ের করে পরবর্তীতে ধ্বংশের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
রামগড় ৪৩ ব্যাটালিয়ন অধিনায়ন লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান জানান, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান-মাদক কারবারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। সীমান্তে অবৈধ কোন কিছু পারাপারে বিজিবি ছাড় দিবেনা ।