Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে বিজিবি-র মত বিনিময় সভা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড়, খাগড়াছড়ি : জেলার রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে মাদক, চোরা চালান দমন, আইন শৃঙ্খলা, অস্ত্র চোরা চালান প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার, সীমান্ত আইন, সন্ত্রাসী কর্তৃক চাঁদা আদায়, অবৈধ কাঠ ব‍্যবসা, শান্তি সম্প্রীতি, সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

 

২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার সকালে জোন সদরে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন স্টাপ অফিসার ও সহকারী পরিচালক রাজু আহামেদ এর সঞ্চালনায় জোন অধিনায়ক লে: কর্ণেল মো: হাফিজুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, পৌর মেয়র রফিকুল আলম কামাল, ওসি মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মুফিজুর রহমান, হেয়াকো ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুকুর রহমান, রামগড় প্রেস ক্লাবের সভাপতি শ্যামল রুদ্র, সাধারণ সম্পাদক মো: বেলাল হোসাইন , জনপ্রতিনিধি, শিক্ষক, হ্যাডম্যান-কার্বারী প্রমুখ।

 

সভাপতির বক্তব্য জোন অধিনায়ক মাদক, চোরাচালান ও অপরাধ দমনে সকলের সহায়তা কামনা করে বলেন, শাস্তি ও সম্প্রীতি রক্ষার জন্য একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে সম্প্রীতি নষ্ট কারী যেই হোক বিজিবি কঠোর হস্তে দমন করবে। একি সাথে সন্ত্রাস, সীমান্ত আইন ভঙ্গ ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।

 

এ সময় রামগড় ৪৩ বিজিবি’র পদস্থ কর্মকর্তা, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, মেম্বার-কাউন্সিলর, হেডম‍্যান-কার্বারী, রাজনৈতিক ব‍্যাক্তিবর্গ, ব‍্যবসায়ী, পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button