Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

রামগড়ে বিজিবির অর্থায়নে মসজিদ সংস্কার ও গভীর নলকূপ স্থাপন

চেঙ্গী দর্পন প্রতিবেদক,রামগড় ,খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড়ে বিজিবি রামগড় ব্যাটালিয়নের অর্থায়নে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় দূর্গম পাহাড়ী এলাকায় পুর্ণ সংস্কার শেষ একটি মসজিদ ও পানি শুণ্য এলাকায় একটি গভীর নলকুপ স্থাপন করা হয়েছে।

৬ আগষ্ট ২০২২ শনিবার সকালে উপজেলার চান্দপাড়ায় মসজিদ ও যৌথ খামার এলাকায় নলকূপ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ব্যাটালিয়ন অধিনায়ক মেজর মনিরুজ্জামান।

এছাড়াও উপজেলার ১নং রামগড় ইউনিয়নের দুর্গম চান্দপাড়া ঢাকা কলোনী জামে মসজিদের পুর্ণ সংস্কার ও যৌথ খামার বাসিন্দাদের পানীয় জলের সমস্যা সমাধানে একটি গভীর নলকুপ স্থাপন করে বিজিবি।

বিজিবি জানায়, পুরাতন জরাজীর্ণ মসজিদে ইবাদত পালনে স্থানীয় মুসল্লিদের কষ্টের কথা বিবেচনা করে ১ লক্ষ ৮৭ হাজার ৫৮০ টাকা ব্যয়ে চান্দপাড়া ঢাকা কলোনী জামে মসজিদ এবং ৯১ হাজার ১১০ টাকা ব্যয়ে যৌথ খামার এলাকায় একটি গভীর নলকূপ নির্মাণ করে দেয়া হয়।

ভারপ্রাপ্ত ব্যাটালিয়ন অধিনায়ক মেজর মনিরুজ্জামান বলেন, পার্বত্যাঞ্চলের জনসাধারণের আর্থ সামাজিক উন্নয়নে ৪৩ বিজিবি কাজ করে যাচ্ছে, যা আগামীতেও অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button