Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক জব্দ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির পৃথক অভিযানে দেশে আনার সময় মাদক ব্যবসায়ীদের দাওয়া করে ৪০৫ বোতল ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ করেছে বিজিবি রামগড় জোনের সদস্যরা ।

 

 

২৭ অক্টোবর ২০২৩ শুক্রবার রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর আওতাধীন বাগান বাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ জাহানুর ইসলাম এর নেতৃত্বে টহল দলের অভিযানে ফেনী নদীর কুল নামক স্থান থেকে ১৯২ বোতল ভারতীয় মদ ও দুপুরে কয়লারমূখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ শাহজাহান আলী এর নেতৃত্বে টহল দল ভূজপুর থানার বদ্ধ গেরামারা নামক স্থান হতে মালিকবিহীন ২১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতির টের পেয়ে মাদকের বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়।

 

বিজিবি জানায়, বর্তমানে জব্দকৃত মদের ব্যাপারে স্ব স্ব থানায় জিডি করে পরবর্তীতে ধ্বংশের জন্য ব্যাটালিয়নে জমা করা হয়েছে।

 

রামগড় ৪৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আবু বকর ছিদ্দিক সাইমুম জানান, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ, অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করাসহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button