রামগড়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড়, খাগড়াছড়ি :
দিনব্যাপী নানাহ কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
১৭ মার্চ ২০২৩ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর সদরে র্যালী শেষে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন রামগড় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রামগড় পৌরসভা, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পরে পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি ছিলেন রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, রামগড় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান সহ প্রমুখ।
অপরদিকে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের উদ্যেগে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের (বীর উত্তম) বিদ্যানিকেতন ও অন্তুপাড়া জুনিয়র হাই স্কুলে ২০৯ জন শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ প্রদান করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান পিএসসি।
এ ছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠন। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় অফিসে পতাকা উত্তোলন, কেক কাটা হয়েছে।