রামগড়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জরিমানা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় (খাগড়াছড়ি) : রামগড় পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক কাউন্সিলর প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে ৯নং ওয়ার্ড রামগড় বাজার মূল ফটকের মোড়ে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব মালো।
এসময় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন সুলতান (সুমন মাস্টার) কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার জানান, রামগড় পৌরসভা নির্বাচনী ২০২১ এর তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণ বিধিমালা বাস্তবায়নের লক্ষে প্রশাসন কাজ করে যাচ্ছে। আজ এক প্রার্থীকে তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করণের মাধ্যমে আচারণ বিধি লঙ্গনের অপরাধে বিধি ১৬ এর ৩১ ধারায় এক প্রার্থীকে অর্থদণ্ডে দন্ডিত করা হলো।