রামগড়ে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় জরিমানা
চেঙ্গী দর্পন প্রতিবেদক,রামগড়,খাগড়াছড়ি : জেলার রামগড়ে রাতে নির্ধারিত সময়ের পর দোকান-পাট খোলা রাখায় জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশব্যাপি জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ব্যবসায়ীদের উদ্দেশ্যে রাত ৮টার পর দোকান-পাট বন্ধ রাখার কিছু বিধি-নিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার কিন্তু কিছু ব্যবসায়ী এই নির্দেশনা এড়িয়ে গিয়ে রাত ৮টার পরও দোকান-পাট খোলা রাখার আজ বৃহস্পতিবার (২৫ আগষ্ট) রাত সাড়ে ৮টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত জানান, সরকারী নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রাখায় ৫ প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে নির্দেশনা না মানলে আগামীতে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হবে।