Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে নতুন উপজেলা নির্বাহী অফিসার মমতার যোগদান

চেঙ্গী দর্পন প্রতিবেদক , রামগড় ,খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড়ে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন মমতা আফরিন ।

 

১১ জানুয়ারি বিকেলে রামগড় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

 

ইউএনও মমতা আফরিন ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। রামগড়ে যোগদানের আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারে কার্যালয়ে সংযুক্ত ছিলেন। সর্বশেষ তিনি কক্সবাজার জেলা প্রশাসনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তার দায়িত্বে ছিলেন। এর আগে ২০১৭ সালে সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।

 

নবাগত উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। রামগড় উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলা সহ সরকারি সকল কাজে সাধারণ মানুষকে সহযোগীতা করতে আমার চেষ্টা থাকবে।

 

প্রসঙ্গত, নবাগত উপজেলা নির্বাহী অফিসার চট্টগ্রাম জেলার জোরালগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন এর কন্যা। তার স্বামী জহিরুল ইসলাম চট্টগ্রাম বন বিভাগের গবেশনা কর্মকর্তা। ইউএনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রি এ্যান্ড এনভায়রন মেন্টাল সায়েন্স বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Related Articles

Back to top button