Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

রামগড়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি : ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের প্রতিকৃতিতে পুষ্মমাল্য অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযুদ্ধা সংসদ, রামগড় থানা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত, পৌর মেয়র রফিকুল আলম, অফিসার ইনচার্জ (ওসি) সামসুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে দলীয় নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপজেলা আ’লীগেরর সভাপতি মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীরসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button