Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
রামগড়ে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেফতার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি :
জেলার রামগড় উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার সকালে রামগড় বাজার থেকে পৌরসভার ফেনীরকুল এলাকার আবদুল ওহাব চৌধুরীর ছেলে জসিম উদ্দিন চৌধুরী (৪৫)কে গ্রেপ্তার করা হয়। সে রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সদস্য একই সাথে ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের এই নেতাকে গ্রেপ্তার করা হয়। বিধি মোতাবেক যথাসময়ে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।