রামগড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ইটভাটায় জরিমানা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড়,খাগড়াছড়ি :
জেলার রামগড়ে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে ৫টি ইটভাটা থেকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২০ জানুয়ারি ২০২৫, সোমবার রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সোনাইপুল এবং দাঁতারাম পাড়া এলাকায় অবস্থিত বিভিন্ন মালিকানাধীন মোট ৫ টি ব্রিকফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় মোট ২,৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়। উক্ত আদায়কৃত অর্থ দ্রুত সরকারি কোষাগারে জমা করা হবে। এছাড়াও ইট পুড়ানোর কাজে ব্যবহৃত টিনের তৈরি চিমনি ভেঙে ফেলে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় তথা বায়ু দূষণের কবল থেকে দেশ-জাতিকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনাকালে বন বিভাগ, পুলিশ ফোর্স ও ফায়ার সার্ভিসের টিম সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।