Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, সাবেক সংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া।

 

৮ জানুয়ারী ২০২৫ , বুধবার সকাল থেকে দিনব্যাপী রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ে সারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল ঢাকা ও ফেনী চক্ষু হাসপাতালের যৌথ সহযোগীতায় ৪ শতাদিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, চোখের ছানিপড়া অপারেশন ও ঔষধ বিতরণ শুরু হয়।

 

ফেনী চক্ষু হাসপাতালের কনসালটেন্ট চক্ষু বিশেষজ্ঞ আইওএল মাইক্রো সার্জন ডা: মো: রফিকুল ইসলাম এর নেতৃত্বে ও ফেনী চক্ষু হাসপাতালের অপারেশন ডা: হেমন্ত কুমার রায় এর তত্বাবধানে চক্ষু চিকিৎসার ব্যবস্থাপত্র প্রদান করা হয় ।

 

সারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল ঢাকার সিনিয়র অফিসার ইন্জিনিয়ার মো: খোরশেদ আলম জানান, পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠির চিকিৎসা সেবা হাতের নাগালে পৌছে দেয়ার লক্ষে এই মেডিকেল ক্যাম্পেইনে চারশতাদিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ দেয়া হবে এবং ৫০ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী সামাজিক কর্মসূচির অংশ হিসেবে সহযোগী সংস্থার সহযোগীতায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি উপস্থিত রোগীদের সার্বিক খোঁজ-খবর নিয়ে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া সহ দলীয় নেতাকর্মীসহ সেচ্চাসেবী সংগঠন যুব রেডক্রিসেন্ট, রোবার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button