Breakingখাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি  : 
খাগড়াছড়ির রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রামগড় সরকারি উচ্চ  বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।

 

২৮ ডিসেম্বর ২০২৪ ,শনিবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রামগড় সম্প্রীতি একাদশকে  হারিয়ে চ্যাম্পিয়ন হয় দূরন্ত লামকুপাড়া যুব স্পোটিং ক্লাব।

খেলায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ- সম্পাদক, সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

জাতীয়তাবাদী যুব ফোরাম রামগড়ের আয়োজনে ১৬ টি দলের অংশগ্রহনে মাসব্যাপী আয়োজিত বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রথমার্ধে রামগড় সম্প্রীতি একাদশ এক শূন্য গোলে এগিয়ে গেলেও খেলার দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে ড্র থাকায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

 

ঐতিহাসিক রামগড় আবারো খেলাধুলার মাধ্যমে প্রাণ চাঞ্চল্যতায় ফিরে এসেছে উল্লেখ করে ওয়াদুদ ভুইয়া বলেন, মাদক, সন্ত্রাস থেকে  যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন তৈরী করে।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,  খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাথ বিথী, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারন সম্পাদক শাফায়াত মোর্শেদ ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মহিউদ্দিন হারুন প্রমুখ।

Related Articles

Back to top button