Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ ১০ মামলার আসামি আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ ১০ মামলার আসামি কে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কিছু টাকা জব্দ করা হয়।
পুলিশ জানান, বৃহস্পতিবার রাতে থানার এসআই মহসিন মোস্তফা ও এসআই তারেকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দারোগা পাড়া ভাড়াবাসা থেকে তাকে আটক করে। আটক মো: নুরুন্নবী (৩৬) রামগড় পৌরসভার ১নম্বর ওয়ার্ড শ্মশান টিলা গ্রামের বাসিন্দা ধন মিয়ার ছেলে। নুরুন্নবী বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসতি স্থাপন করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, পূর্বেও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা রয়েছে। আসামিকে খাগড়াছড়ি বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে ।