Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ের ফেনী নদীতে মাছ শিকারে গিয়ে দুই কিশোর নিখোঁজ

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড় উপজেলার ভারতীয় সীমান্তের ফেনী নদীতে পড়ে মো: নয়ন (১৩) ও মো: বাদশা (১৬) নামে দুইজন নিখোঁজ হয়েছে। নিখোঁজ নয়ন পৌরসভার শ্বাশানটিলা গ্রামের মো: শফিক এর ছেলে ও বাদশা পাতাছড়া ইউপির আবদুল জব্বার এর ছেলে।

 

নয়নের পিতা মো: শফিক জানান, গতকাল বুধবার বিকেল ৩টা নাগাদ সহপাঠিদের সাথে ফেনী নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে যায় । অদ্যবদি আইনশৃংখলা বাহিনীর সহযোগীতায় ডুবরী এসেও অনেক খোঁজাখুজি করেও কোন হদিস পাওয়া যায়নি।

 

অপরদিকে, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী নদীর নামার চর এরাকায় নদীতে জাল ফেলে মাছ শিকারে গেলে পানিতে তলিয়ে যায় বাদশা। খবর পেয়ে পুলিশ, বিজিবির সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরী এসে উদ্ধার চেষ্টা করে পানির তিব্র স্রোতে উদ্ধার করতে ব্যর্থ হলে উদ্ধার কাজ স্থগিত করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্ত বাহিনী বিজিবি’র বাধাঁ উপেক্ষা করে বন্যা পরবর্তী শতশত উৎসুক জনতা ও মৎস্য শিকারিরা গত ৩দিন ফেনী নদীর বিভিন্ন অংশে মাছ শিকারে মেতে উঠে।

 

ফায়ার সার্ভিস আগ্রাবাদ চট্টগ্রাম ডুবুরী ইউনিটের সাব-অফিসার মো: জসিম উদ্দিন জানান, সকাল থেকে ফেনী নদীর বল্টুরাম অংশে গতকাল নিখোঁজ কিশোর উদ্ধারে অভিযান চলে বিকেলে ফেনী নদীর চর অংশে আরো এক কিশোর নিখোঁজের খবর পেয়ে আমরা উদ্ধারে ছুটে এলেও নদীতে প্রবল স্রোতের কারণে কাউকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। রাত শুরু হওয়াতে সীমান্তে নিরাপত্তা জনিত কারণে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। কাল আবার চেষ্টা করবেন বলে জানান।

Related Articles

Back to top button