Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রাধামন কলক জেলা প্রশাসন উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে ভাইবোনছড়া ইউনিয়নের ৯নং প্রকল্প গ্রামের মানুষের জন্য সুপেয় পানির জন্য গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহ ও রাধামন কলক জেলা প্রশাসন উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

 

১২ নভেম্বর ২০২৪ , মঙ্গলবার দুপুরে গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহের ও রাধামন কলক জেলা প্রশাসন উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন,ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের ১৪টি গ্রামের প্রায় দেড় হাজার পরিবার বসবাস করে। এখানে কোন উচ্চ বিদ্যালয় নেই। এখানকার ছেলে মেয়েরা অনেক দূর-দূরান্তে গিয়ে পড়াশোনা করতে হয়। সে জন্য এখানকার এলাকাবাসীর উদ্যোগে রাধামন কলক জেলা প্রশাসন উচ্চ বিদ্যালয় নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি এখনকার ছেলেমেয়েরা আর দূরে গিয়ে কষ্ট করে পড়াশোনা করতে হবেনা। এতে করে পড়াশোনায় আরও অনেক মনোযোগী হবে এবং উৎসাহ বাড়বে।

 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার,খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়,ভাইবোনছড়া ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা সহ অত্র ইউনিয়নের জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button