চট্টগ্রাম অঞ্চলরাজনীতিসারাদেশ

রাত পোহালে ফটিকছড়ির দুই ইউপিতে নির্বাচন

সুষ্টু ভোটের নজির স্থাপন করতে চায় প্রশাসন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি , চট্টগ্রাম  :
রাত পোহালেই ফটিকছড়ির নানুপুর ও খিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন উপলক্ষে যাবতীয প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন

 

৮ মার্চ ২০২৪ শুক্রবার আনুষাঙ্গিক সরঞ্জাম সহ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা কেদ্রগুলোতে পৌঁছে গেলেও ব্যালট পেপার যাবে ৯ মার্চ ২০২৪ শনিবার সকালে।

 

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, দুটি ইউনিয়নে অবাধ ও সুষ্ট ভোট উপহার দিতে বিজিবি, র‌্যাব , পুলিশ ও আনসার বাহিনী দ্বারা চার স্তরের নিরপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।গড় এছাড়া দুটি ইউনিয়নের ১৮টি ভোট কেন্দ্রে দু ইঙয জন জুডিশিয়াল ও আট জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটজ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

 

এদিকে,খিরাম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধিতা করছেন তিন প্রার্থী। তাঁরা হলেন বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ (আনারস) আওয়ামীলীগ নেতা মো: শহিদুল্লাহ (অটো রিক্সা) এবং প্রবাসী মো: হাসান (ঘোড়া) প্রতীক।

 

এ ছাড়াও এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৩ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ প্রার্থী প্রতিদ্ধিতা করছেন। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ৮ হাজার ৯৫৫। তন্মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৭ শত ১ এবং মহিলা ৪ হাজার ২ শত ৫৪ জন।

 

অন্যদিকে, ফটিকছড়ি আওয়ামীলীগের হেভিওয়েট নেতাদের অধিকাংশের বাড়ি নানুপুর ইউনিয়নে হওয়ায় সেখানকার ভোটের দিকে সবার নজর যেন একটু বেশী।

 

এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী সংখ্যা চারজন হলেও মূলত লড়াই হবে বর্তমান চেয়ারম্যান, মোটর সাইকেল প্রতীকের প্রার্থী শফিউল আজম ও আনারস প্রতীকের প্রার্থী নুরুন নবী রােশনের মধ্যে। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩১ এবং সংরক্ষিত সদস্য পদে ৮ প্রার্থী প্রতিদ্ধিতা করছেন। ৯ ভোট কেন্দ্রের বিপরীতে ভোটার সংখ্যা ২২ হাজার ৫১৪ জন।

 

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন সুষ্টুভাবে ভোট উপহার দিতে আমরা বদ্ধ পরিকর। আশা রাখি অংশ গ্রহণ মুলক সুন্দর নির্বাচন হবে।

Related Articles

Back to top button