Breakingরাজনীতিসারাদেশ

রাজনীতির সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার স্থায়ী হবে না – ভিপি নুর

স্টাফ রিপোর্টার, নোয়াখালী :
আজকে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, আওয়ামী লীগের দোষরদের রাজনীতি নিষিদ্ধের আওয়াজ ওঠেছে মন্তব্য করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নূর বলেছেন, আমরা বলেছি রাষ্ট্র সংস্কার প্রয়োজন, পুলিশের সংস্কার প্রয়োজন, প্রশাসনিক সংস্কার প্রয়োজন। কিন্তু রাজনীতির সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার হবে না। আমরা বলছি সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে কার্যকর সংসদ প্রতিষ্ঠা করা, সেই সংসদের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ৪ বছরে নিয়ে আসা, দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা করা এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে দল পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্ধ দেওয়া, যেন সাধারণ মানুষ রাজনীতি করতে পারে।

 

২ নভেম্বর ২০২৪ ,শনিবার বিকালে নোয়াখালীর সদর উপজেলার হরি নারায়ণ পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের গণ সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

এসময় গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় উচ্চতর সদস্য আবদুস জাহেরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

দেশের রাজনীতির প্রসঙ্গ টেনে ভিপি নুর বলেন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র পেলেও রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি পায়নি দেশের জনগণ। এরশাদের সামরিক শাসনের পতনের পরে আমরা গণতন্ত্র পেলেও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারি নাই।

 

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আমরা আরেকটি সুযোগ পেয়েছি, এ সুযোগকে কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করিনা। আমরা সকলকে নিয়ে একটা গণতান্ত্রিক বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক নতুন সমাজ এবং রাষ্ট্র গড়ে তুলতে চাই। সেখানে মারামারি হানাহানি থাকবেনা। সেখানে থাকবে সহন শীলতা এবং সম্প্রীতির রাজনীতি। রাজনীতির মাধ্যমে জনপথ হবে শান্তির জনপথ।

 

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। পুরোনোদের ব্যর্থতার জঞ্জাল অপসারণ করে নতুন নেতৃত্ব তৈরি করতে চাই। নতুনদের রাজনীতিতে আগমনের কোনও বিকল্প নেই। দেশ সংস্কার করতে যতটুকু সময় দরকার তা অন্তর্র্বতীকালীন সরকারকে দেওয়া হবে। দখলদার চাদাবাজকে দেখতে চাই না, নতুনদের দেখতে চাই। যেন লুটেরা ক্ষমতায় আবার আসতে না পারে।

 

সমাবেশে নুরুল হক নুরু বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় বিদ্যুৎ জ্বালানির কাছে জানতে চাওয়া হবে। এক ইসঙ্গে প্রোগ্রাম চলাকালে যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের বিচার করতে হবে। অবিলম্বে বিদ্যুৎ বিভাগের নির্বাহীকে জবাব দিতে হবে।

 

এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নোয়াখালীর অভিশাপ হলো ওবায়দুল কাদের। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের মিলে সাধারণ মানুষকে হত্যা করেছে। তাদের ক্ষমা করা যায় না। আমরা ভুলে যায়নি কীভাবে সাধারণ ছাত্রদের হত্যা করা হয়েছে। সে হত্যাকাণ্ডের প্রতিটি বুলেটের বিচার করা হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না।

 

সরকার প্রসঙ্গে বলেন, এ সরকারকে সহযোগিতার করতে হবে। এ সরকার আমাদের সরকার। এ সরকারের মাধ্যমে রাষ্ট্র সংষ্কার করতে হবে। তাই জাতীয় ঐক্যের দিকে নজর দেওয়ার কথা বলেন তিনি।

Related Articles

Back to top button