Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

মৎস্য কর্মকর্তাকে দেখে মাছ ফেলে পালালেন বিক্রেতা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া  :
প্রতিদিনের ন্যায়  মাছ বাজারে বিক্রেতারা নানা প্রজাতির মাছ নিয়ে বসে আসেন। ক্রেতাদের ও ছিল উপচে পড়া ভিড়। এরমধ্যে দুই বিক্রেতা জেলী মিশ্রিত চিংড়ি ও আফ্রিকান মাগুর মাছ বিক্রি করছেন। হঠাৎ বাজারে মৎস্য কর্মকর্তাকে দেখতে পেয়ে তারা মাছ ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এমন দৃশ্য দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে।

 

বুধবার সড়ক বাজার এলাকায় খুচরা মাছ বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য কর্মকর্তা। এ সময় জেলী মিশ্রিত ১ কেজি চিংড়ি ও ৩ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। মাছ বিক্রেতারা দ্রুত পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে তারা জরিমানা করতে পারেনি।

 

খোঁজ নিয়ে জানা গেছে বেশ কয়েক দিন ধরে খুচরা বাজারে ওইসব জেলী মিশ্রিত চিংড়ি ও আফ্রিকান মাগুর মাছ অবাধে বিক্রি হচ্ছে এমন সংবাদে বাজারে অভিযান চালানো হয়। জব্দকৃত ওইসব চিংড়ি মাছগুলো উপজেলা মৎস্য অফিস সংলগ্ন স্থানে জন সম্মুলে কেরোসিন মিশিয়ে মাটিতে পুতে ধ্বংস করা হয়েছে। আর আফ্রিকান মাগুর মাছগুলো স্থানীয় একটি এতিম মাদরাসায় বিতরণ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য সম্প্রসারণ মৎস্য কর্মকর্তা রওনক জাহান ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো: রেজাউল করিম।

 

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো: রেজাউল করিম বলেন খুচরা মাছ বাজারে বেশ কয়েক দিন ধরে চিংড়িতে ওজন বাড়াতে মানব দেহের জন্য ক্ষতিকর জেলী মেশানো হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সড়ক বাজারে অভিযান চালানো হয়।

 

অভিযানে দুই মাছ ব্যবসায়ী কাছ থেকে জেলী মিশ্রিত চিংড়ি ও আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। পরে ওই জেলী মিশ্রিত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। আর আফ্রিকান মাগুর মাছগুলো স্থানীয় একটি এতিম মাদরাসায় দেওয়া হয়েছে বলে জানায় এ কর্মকর্তা।

Related Articles

Back to top button