মেঘনায় বড়ইয়াকান্দি-তুলাতুলী খেয়াঘাটে যাত্রী ভোগান্তি
স্টাফ রিপোটার , কুমিল্লা :
কুমিল্লার মেঘনা উপজেলার বড়ইয়াকান্দি থেকে তুলাতুলী বাজার খেয়াঘাটে যাত্রী পারাপারে ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে। খেয়াপথ জুড়ে কচুরিপানা আর অবৈধ ঝোপঝাড়ের কারণে নৌকা চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও এর সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।
খেয়াঘাটের নৌপথে কচুরিপানার স্তূপ জমে যাওয়ায় নৌকা চলতে অসুবিধা হচ্ছে। যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীরা বিপাকে পড়েছেন। নৌকার এক মাঝি বলেন, “কচুরি পানার কারণে নৌকা ঠিকভাবে চালানো যাচ্ছে না। মাঝে মধ্যে নৌকায় যাত্রী তুলতে হলে কচুরিপানা সরাতে অনেক সময় লেগে যায়।
স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, খেয়াঘাটটি সচল রাখতে নৌপথ পরিষ্কার করার উদ্যোগ অতি জরুরি। নৌপথ সচল না হলে যাত্রী পারাপারের দুর্ভোগ আরও বেড়ে যাবে।
এ বিষয়ে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.আজমগীর হোসাইন বলেন, “বড়ইয়াকান্দি-তুলাতুলী খেয়া ঘাটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে খুব শিগগিরই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।