Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলসারাদেশ

মুজুরী বৃদ্ধির দাবিতে রামগড় চা-শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন

চেঙ্গী দর্পন প্রতিবেদক,রামগড়খাগড়াছড়ি :
চা-শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে গত তিনদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন রামগড় চা বাগানের শ্রমিকরা।

১১ আগষ্ট ২০২২ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রামগড় চা বাগান পঞ্চায়েত কমিটি ও চা শ্রমিকদের আয়োজনে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ডাকে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেছেন বাগানের শ্রমিকরা।

রামগড় চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও কর্মবিরতি শেষে চা বাগান অফিস প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শ্রমিকরা ফেনী-রামগড় সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করে প্রতিবাদ জানায়।

সমাবেশ চা-শ্রমিক নেতারা বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়লেও বাড়েনি শ্রমিকদের বেতন। চা-শ্রমিকরা ১২০ টাকা মজুরিতে কাজ করছেন। ২০২১ সালের ডিসেম্বরে শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন ও বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ চা সংসদ নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় শ্রমিকদের মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করার সিদ্ধান্ত হয়। কিন্তু চুক্তির ১৯ মাস অতিবাহিত হলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করেনি মালিকপক্ষ। তাই তারা আন্দোলনে নেমেছেন। তিন দিনের মধ্যে তাদের দাবি না মানা হলে বাগানে অচলাবস্থা সৃষ্টি ও রাস্তায় নামার হুঁশিয়ারি দেন চা-শ্রমিক নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন, চা-বাগান পঞ্চায়েত কমিটির সাধরণ সম্পাদক বিপ্লব মুন্ড, চা-বাগান শ্রমিক যুব পরিষদ নেতা জয় চন্দ্র দে, বাগানের সাবেক সাধরণ সম্পাদক মিন্টু চন্দ্র, চট্টগ্রাম চা ব্যালির সাধরণ সম্পাদক যতন কর্মকার প্রমুখ।

Related Articles

Back to top button