Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

মিরসরাই পৌর সদরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী উদ্বোধন

মিরসরাই , চট্টগ্রাম :
মিরসরাই পৌর সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মিরসরাই কলেজ রোডে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছে উপজেলা বিএনপির সদস্য জিয়াদ আমিন খান।

 

 

রবিবার (১৬ নভেম্বর) সকালে ‘নিজে পরিষ্কার থাকি, শহরকে পরিষ্কার রাখি’ শ্লোগানে ছাত্রদলের নেতাকর্মী ও স্বেচ্চাসেবকদের নিয়ে তিনি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

 

 

 

বিএনপি নেতা জিয়াদ আমিন খান বলেন, শহর পরিষ্কার রাখার মতোই রাজনীতিকেও সৎ ও স্বচ্ছ করতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে আমরা নগর ও গ্রামকে পরিচ্ছন্ন রাখবো শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি মানুষের স্বাস্থ্য, মানসিক স্বস্তি এবং সামাজিক শৃঙ্খলার সঙ্গেও জড়িত। একইভাবে রাজনীতি পরিষ্কার না থাকলে মানুষের জীবনে অরাজকতা, হতাশা ও অবিশ্বাস তৈরি হয়। তাই যেমন আমরা রাস্তাঘাট, বাজার ও আশপাশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, তেমনি রাজনৈতিক ক্ষেত্র থেকেও যেন দূর্নীতি, অসততা ও স্বজনপ্রীতি দূর হয়; সেদিকে সবার সজাগ থাকা জরুরি।

 

 

 

পরিস্কার-পরিছন্নতা অভিযানে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তরুণ সমাজ, ব্যবসায়ী, শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মী সহ স্বেচ্ছাসেবকরা অংশ নেন। তারা ময়লা আবর্জনা অপসারণ, ড্রেন পরিস্কার, জন সচেতনতা বৃদ্ধি এবং “নিজে পরিষ্কার থাকি, শহরকে পরিষ্কার রাখি” এই প্রতিপাদ্যে লিফলেট বিতরণ করেন।

 

 

জিয়াদ আমিন খান আরও বলেন, স্বচ্ছ ও সৎ রাজনীতি প্রতিষ্ঠার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। নেতাকর্মীদের মধ্যে জবাবদিহি নিশ্চিত করা, দলীয় সিদ্ধান্তে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া এবং যে কোনো অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ভাবে আওয়াজ তোলার মনোভাব গড়ে তুলতে হবে। এ ধরনের কর্মসূচি শুধুমাত্র একটি দিনের ইভেন্ট নয় নিয়মিত উদ্যোগে পরিণত করবো এবং পরিচ্ছন্ন শহর, স্বচ্ছ রাজনীতি ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার মাধ্যমে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

Related Articles

Back to top button