Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

মিরসরাইয়ে মহাসড়কে গাছের গুড়ি রাখায় জরিমানা

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,মিরসরাই ,চট্টগ্রাম  :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছের গুড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মিরসরাইয়ে একটি করাতকলকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

৩০ এপ্রিল ২০২৩ রবিবার বিকেলে উপজেলার বড় তাকিয়া এলাকায় খান সাহেব করাত মিলকে এ জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় অবৈধভাবে মহাসড়কের জায়গা দখল করে বড় বড় গাছের গুড়ি রেখে প্রতিবন্ধকতা তৈরীর অভিযোগ উঠায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে খান সাহেব করাত কল মালিক কর্তৃপক্ষকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এই কাজ পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করা হয়।

Related Articles

Back to top button