মিরসরাইয়ে বেদে পল্লী পরিদর্শনে পুলিশের অতিরিক্ত আইজিপি
মিরসরাই , চট্টগ্রাম :
মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বেদে পল্লী পরিদর্শন করেছেন পুলিশের অতিরিক্ত আইজিপি (টুরিষ্ট পুলিশের প্রধান) হাবিবুর রহমান। বুধবার (২ আগস্ট) সকালে বেড়ে পল্লীতে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন প্রমুখ।
এসময় অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বেদে পাড়ার বাসিন্দাদের মুখ থেকে আবাসন, ড্রেনেজ, মসজিদ সহ বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের প্রতিশ্রুতি দেন।
জানা গেছে, অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বর্তমানে ট্যুরিস্ট পুলিশের প্রধান। এমন গুরুদায়িত্বের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জন্যও সর্বদা নিবেদিত প্রাণ তিনি। দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত প্রান্তিক মানুষকে তাদের সঠিক মর্যাদায় প্রতিষ্ঠিত করতে কাজ করছেন। বিশেষ করে অসহায়, দরিদ্র, বেদে জনগোষ্ঠী, হিজড়া দের কর্মসংস্থানের ব্যবস্থা করতে নানা ভূমিকা রেখে চলেছেন। সেই মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে জোরারগঞ্জ বেদে পল্লী পরিদর্শন করেন।